কিভাবে উইন্ডোতে File Names এর রঙ পরিবর্তন করবেন (How to Change Color of File Names in Windows

কিভাবে উইন্ডোতে File Names এর রঙ পরিবর্তন করবেন (How to Change Color of File Names in Windows)

1
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন  আপনাদের দোয়ার আমিও ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোতে File Names এর রঙ পরিবর্তন করবেন।

কীভাবে ব্যবহার করবেনঃ এটা ব্যবহার করা খুব সহজ। প্রথমে যে File Name এর রঙ পরিবর্তন করবেন, সেই ফাইলটি একটি ফোল্ডারে নিয়ে নিন এবং নির্ধারিত ফাইলটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্সটির Properties এ ক্লিক করুন। নিচের চিত্রের মতো আরো একটি ডায়ালগ বক্স আসবে। 
2
ডায়ালগ বক্সটির General Option  সিলেক্ট করুন। General Option থেকে Advances এ ক্লিক করুন। নিচের চিত্রের মতো আরো একটি ডায়ালগ বক্স আসবে।
3
এরপর Compress contents to save disk space এ ক্লিক/টিক করে Ok করুন।

এরপর Apply এ ক্লিক করে Ok করুন। তারপর দেখুন মজা আপনার কাংখিত ফাইলের নাম নীল রঙের হয়ে গেছে।

যদি সবুজ কালার করতে চান তাহলে একই নিয়মে Properties থেকে General Option থেকে Advances থেকে Encrypt contents to secure data এ ক্লিক/টিক করে Ok দিয়ে Apply এ ক্লিক করুন। নিচের চিত্রের মতো Encryption Warning নামে আরো একটি ডায়ালগ বক্স আসবে। 
4
এরপর Encrypt the file only এ ক্লিক/টিক করে Ok করুন।এরপর Apply এ ক্লিক করে Ok করুন।তারপর দেখুন মজা আপনার কাংখিত ফাইলের নাম সবুজ রঙের হয়ে গেছে।

কি কি সিস্টেমের জন্য আবশ্যকঃ উইন্ডোজ 2000, 2003, WinXP, ভিস্তা  x86 এবং X64 উভয় প্লাটফর্ম সমর্থিত উইন্ডোজ 7, 8, 10, 13, 16........ ইত্যাদি। 

সুবিধাঃ বিভিন্ন রঙের ফাইল থাকলে আপনার কাংখিত ফাইলটি অতিদ্রত খুজে পেতে সহয়তা করবে।

[আমার আজকের পোস্টে আপনাদের স্বাগতম। পোস্টটি  কেমন  হলো তা কমেন্ট করে জানাবেন । সেই সাথে লাইক দিতে বুলবেন না। এতে, দুজনের মধ্যে সুসম্পর্ক ও চেনা-জানা আরো আন্তরিক হবে।কোন  প্রকার সমস্যা  হলে  সমাধান দেওয়ার চেষ্টা করবোএখানে  আমি  আমার  জানা  কিছু  টিপস  আর  অভিজ্ঞতা গুলো  আপনাদের  সাথে শেয়ার করবনিয়মিত এই ব্লগে যোগদিন এবং অন্যদের বলুন এই ব্লগে যোগ দিতে ।]

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ 
ধন্যবাদান্তে
*****মোঃ আলমগীর কবির*****


No comments

Theme images by sbayram. Powered by Blogger.