ঈদুল আযহা -2018 ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু 08 আগস্ট 2018 থেকে 12 আগস্ট 2018 তারিখ পর্যন্ত। বিস্তারিত নিচের লিংকে দেওয়া আছে।
ঈদুল আযহা -২০১৮ ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু ০৮ আগস্ট ২০১৮ থেকে ১২ আগস্ট ২০১৮ পর্যন্ত।
পবিত্র
ঈদুল আযহা উপলক্ষে আগামী ০৮ আগস্ট ২০১৮ তারিখ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
শুরু হয়ে ১২ আগস্ট ২০১৮ তারিখ পর্যন্ত চলবে। অন্যদিকে, ঈদ শেষে ফিরতি টিকিট বিক্রি
আগামী ১৫ আগস্ট ২০১৮ তারিখ থেকে শুরু হয়ে ১৯ আগস্ট ২০১৮ তারিখ পর্যন্ত চলবে।
আগামী
২২ আগস্ট ঈদের সম্ভাব্য তারিখ ধরে প্রতিবারের মতো এবারও ১০ দিন আগে থেকে ট্রেনের
অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
৮
আগস্ট বিক্রি হবে ১৭ আগস্টের টিকিট। এভাবে ৯, ১০, ১১ ও ১২ আগস্ট পর্যায়ক্রমে টিকিট
মিলবে ১৮, ১৯, ২০ এবং ২১ আগস্টের টিকিট। সকাল ৮টা থেকে কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে
স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
এছাড়াও, অনলাইন-এ ঈদুল আযহার অগ্রীম টিকিট পাওয়া যাবে। অনলাইন-এ ঈদের অগ্রীম টিকিট পাওয়ার জন্য এই লিংক https://www.esheba.cnsbd.com -এ যেতে হবে এবং রেজিষ্টেশন এর মাধ্যমে নির্দেশনা মোতাবেক কাংখিত টিকিট ক্রয় করতে পারা যাবে।
সকল পদ্ধতিতে একজন ব্যক্তি ০৪টি টিকিট ক্রয় করতে পারবেন।
ঈদ
ফেরত অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে
বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। ফিরতি টিকিটের মধ্যে ১৫
আগস্টে পাওয়া যাবে ২৪ আগস্টের টিকিট। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে
পাওয়া যাবে ২৫, ২৬, ২৭ ও ২৮ আগস্টের টিকিট।
মুসলিম
সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে সামনে রেখে ঈদযাত্রা নির্বিঘ্ন
করতে এরই মধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে রেল মন্ত্রণালয়।
এছাড়াও, এবার কোরবানির
ঈদের আগে চার দিন সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে বিভিন্ন গন্তব্যে। ঈদের পর আরও
৭ দিন এসব বিশেষ ট্রেন চলবে।
ঢাকা-দেওয়ানগঞ্জ,
চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুটি করে, ঢাকা-রাজশাহী, ঢাকা-দিনাজপুর, ঢাকা-লালমনিরহাট ও
ঢাকা-খুলনা রুটে এসব ট্রেন চলবে। এছাড়া ভৈরব-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ
রুটে ঈদের দিন চলবে শোলাকিয়া স্পেশাল।
ঈদ উপলক্ষে বাড়তি কোচ
সংযোজন ও লোকোমোটিভ সরবরাহ করা হবে এবং টিকিট কালোবাজারি প্রতিরোধে সার্বক্ষণিক
পাহারা থাকবে।
[আমার আজকের পোস্টে আপনাদের স্বাগতম। পোস্টটি কেমন হলো তা কমেন্ট করে জানাবেন । সেই সাথে লাইক/ শেয়ার দিতে বুলবেন না। এতে, দুজনের মধ্যে সুসম্পর্ক ও চেনা-জানা আরো আন্তরিক হবে।কোন প্রকার সমস্যা হলে সমাধান দেওয়ার চেষ্টা করবো।এখানে আমি আমার জানা কিছু টিপস আর অভিজ্ঞতা গুলো আপনাদের সাথে শেয়ার করব।নিয়মিত এই ব্লগে যোগদিন এবং অন্যদের বলুন এই ব্লগে যোগ দিতে ।]
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।
ধন্যবাদান্তে
*****মোঃ আলমগীর কবির*****
Titanium Ring for Men - TITanium Art
ReplyDeleteI have created a titanium titanium coating ring for men to make a pair polished titanium of 2018 ford ecosport titanium rings titanium stud earrings to make the ring more suitable titanium quartz crystal for men in the ring.