Folder Colorizer দিয়ে খুব সহজে আপনার পিসিতে বিভিন্ন রঙের ফোল্ডার তৈরী করুন ।
Folder Colorizer দিয়ে খুব সহজে আপনার পিসিতে বিভিন্ন রঙের ফোল্ডার তৈরী করুন ।
1 |
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন । আপনাদের দোয়ার আমিও ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে Folder Colorizer দিয়ে খুব সহজে আপনার পিসিতে বিভিন্ন রঙের ফোল্ডার তৈরী করবেন।
কীভাবে ব্যবহার করবেনঃ এটা ব্যবহার করা খুব সহজ। প্রথমে Folder Colorizer সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন। এখন প্রশ্ন কোন জায়গা থেকে ডাউনলোড করবেন? যাইহোক, ডাউনলোড করার জন্য গুগোল বাউজারে গিয়ে এই লিংক “folder-colorizer.en.uptodown.com” টাইপ করে সার্চ করুণ। অথবা এই লিংকের উপর মা্উসের লেফট বাটন ক্লিক করে Go to Link ক্লিক করুন।
কীভাবে ব্যবহার করবেনঃ এটা ব্যবহার করা খুব সহজ। প্রথমে Folder Colorizer সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন। এখন প্রশ্ন কোন জায়গা থেকে ডাউনলোড করবেন? যাইহোক, ডাউনলোড করার জন্য গুগোল বাউজারে গিয়ে এই লিংক “folder-colorizer.en.uptodown.com” টাইপ করে সার্চ করুণ। অথবা এই লিংকের উপর মা্উসের লেফট বাটন ক্লিক করে Go to Link ক্লিক করুন।
তারপর নিচের চিত্রের মতো দেখতে পাবেন।নিচের চিত্রের ব্যতীক্রম হতে পারে, চিন্তার কোন কারণ নেই।এরপর ডাউনলোড এ ক্লিক করুন। ডা্উনলোড হয়ে গেলে ইন্সটল করুন। ইন্সটল করা খুবই সহজ তাই লিখলাম না। আশা করি আপনারা ইন্সটল করতে পারবেন। ইন্সটল হয়ে গেলে কার্য শেষ।
2 |
এবার, আপনি যে ফোল্ডারটি কালার করবেন সেই কাংখিত ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করুন। তার পর নিচের চিত্রের মতো দেখতে পাবেন।
3 |
তারপর Colorizer গিয়ে উপযুক্ত রঙ দিয়ে দিন ।
4 |
আমি ইতিমধ্যে 06টি কালার ফোল্ডার তৈরী করে দেখালাম।
কি কি সিস্টেমের জন্য আবশ্যকঃ উইন্ডোজ 2000, 2003, WinXP, ভিস্তা ও x86 এবং X64 উভয় প্লাটফর্ম সমর্থিত উইন্ডোজ 7, 8, 10, 13, 16 ইত্যাদি আপডেট ভারশন গুলোতে ব্যবহার করা যাবে।।
সুবিধাঃ বিভিন্ন রঙের ফোল্ডার থাকলে আপনার কাংখিত ফোল্ডারটি অতিদ্রত খুজে পেতে সহয়তা করবে।
[আমার আজকের পোস্টে আপনাদের স্বাগতম। পোস্টটি কেমন হলো তা কমেন্ট করে জানাবেন । সেই সাথে লাইক দিতে বুলবেন না। এতে, দুজনের মধ্যে সুসম্পর্ক ও চেনা-জানা আরো আন্তরিক হবে।কোন প্রকার সমস্যা হলে সমাধান দেওয়ার চেষ্টা করবো।এখানে আমি আমার জানা কিছু টিপস আর অভিজ্ঞতা গুলো আপনাদের সাথে শেয়ার করব।নিয়মিত এই ব্লগে যোগদিন এবং অন্যদের বলুন এই ব্লগে যোগ দিতে ।]
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।
ধন্যবাদান্তে
*****মোঃ আলমগীর কবির*****
No comments