“Snipping Tool ” দিয়ে মুহুর্তের মধ্যে কিভাবে Screen Shoot নিবেন।

Windows 7 এবং 10 এ ডিফল্টভাবে দেওয়া Snipping Tool  দিয়ে মুহুর্তের মধ্যে কিভাবে Screen Shoot নিবেন।


হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম! আমি “আলমগীর কবির” কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। যাইহোক, আজ আমি আপনাদেরকে Windows এ ছোট্ট একটি Tool “Snipping Tool” নিয়ে আলোচনা করবো এবং দেখাবো কিভাবে এটা কাজ করে।

ভূমিকাঃ

আমরা কোন Screen Shoot নেওয়ার জন্য বিভিন্ন প্রকার Software ব্যবহার করে থাকি।কিন্তু Screen Shoot নেওয়ার জন্য Windows এ ডিফল্টভাবে দেওয়া ছোট্ট একটি Tool আছে, তা আমরা অনেকেই জানি না। Windows এ ডিফল্টভাবে দেওয়া ছোট্ট Tool টি হলো “Snipping Tool”। এটা দিয়ে আমরা নিজের ইচ্ছানুযায়ী যতটুকু খুশি জায়গা সিলেক্ট করে মুহুত্তের মধ্যে Screen Shoot নিতে পারি। “Snipping Tool” দিয়ে আমাদের কম্পিউটারের Screen এর Screen Shoot নিতে বা ছবি তুলে নিতে পারি।এছাড়াও, চলতি যে কোন ভিডিও থেকে প্রয়োজনীয় ছবি কাট করে নিতে পারি। “Snipping Tool” এর সুবিধা একটিু বেশি কারণ Screen এর যেকোন অংশের ছবি এবং আমার যে অংশটুকু দরকার সেই অংশটুকুই সিলেক্ট করা যায়। সিলেক্ট করার পর Save, Copy, Email, Pen, Highlighter, Eraser এগুলো দ্বারা ইচ্ছে মতো কিছু কাজও করে নেওয়া যায়।

ব্যবহারঃ


“Snipping Tool” ব্যবহার করা খুবই সহজ।প্রথমে আপনার কম্পিউটারের স্টার্ট মেনুতে
যান, তারপর Accessories, এরপর (কেঁচি চিহিৃত)  
“Snipping Tool” এ ক্লিক করুন। নিচের চিত্রের মতো একটি ডায়ালগ বক্স আসবে 
“Snipping Tool” এ উইন্ডোতে তিনটি গুরুত্বপূর্ণ বাটন New, Cancel, Options আছে। New বাটনে ক্লিক করে মাউসের লেফট বাটন দিয়ে ড্রাগ করে ইচ্ছে খুশি মতো Screen কে যে কোন অংশ সিলেক্ট করুন। তারপর Image এ রুপান্তার হয়ে নিচের চিত্রের মতো একটি উইন্ডো আসবে।
এটাতে New, Save, Copy Email/Send Snip, Pen, Highlighter, Erase টুল্সগুলো আসবে। Save দিয়ে ফাইলটিকে সেভ করে নিতে পারবেন। Email বাটনে ক্লিক করলে MS Outlook হয়ে ওপেন হয়ে  Image ফাইলটি সংযুক্ত করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ হলো Pen, Highlighter, Erase এই তিনটি। এগুলো মধ্যে Pen ও Highlighter দ্বারা কোন অংশকে মার্ক করা যায়। Erase দিয়ে সেই মার্ক করা অংশকে আবার মুছে দেয়া যায়।

কি কি সিস্টেমের জন্য আবশ্যকঃ

উইন্ডোজ 7, 10, 13..... ইত্যাদি আপডেট উইন্ডোতে এই “Snipping Tool” অপসনটি পাওয়া যাবে এবং কাজ করা যাবে।

[আমার আজকের পোষ্টি পড়ার জন্য ধন্যবাদ পোস্টটি  কেমন  হলো তা কমেন্ট করে জানাবেন সেই সাথে লাইক/কমেন্টস্ /শেয়ার দিতে বুলবেন না এতেদুজনের মধ্যে সুসম্পর্ক  চেনা-জানা আরো আন্তরিক হবেকোন প্রকার  সমস্যা/ জিজ্ঞাসা থাকলে বা হলে সমাধান  দেওয়ার চেষ্টা  করবোএখানে  আমি  আমার  জানা  কিছু  টিপস  আর  অভিজ্ঞতা গুলো আপনাদের সাথে  শেয়ার  করবনিয়মিত  এই ব্লগে  যোগদিন এবং অন্যদের বলুন এই ব্লগে যোগ দিতে]


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।
ধন্যবাদান্তে

*****মোঃ আলমগীর কবির*****

No comments

Theme images by sbayram. Powered by Blogger.