“প্রাথমিক সহকারী শিক্ষক” 2018 এর শূণ্যপদে নিয়োগের দরখাস্ত আহবান করা হয়েছে। অনলাইন-এ আবেদনপত্র জমাদানের তারিখ 01 আগস্ট 2018 হতে 30 আগস্ট 2018 পর্যন্ত। বিস্তারিত জানতে ওপেন (Open) করুন।
রাজস্বখাতভূক্ত “সহকারী শিক্ষক” এর শূণ্যপদে আস্থায়ীভাবে নিয়োগের দরখাস্ত আহবান করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভূক্ত “সহকারী শিক্ষক” এর শূণ্যপদে আস্থায়ীভাবে [প্রশিক্ষণপ্রাপ্ত বেতন স্কেল টাকা 10200-24680 (গ্রেড-14) এবং প্রশিক্ষণবিহীন বেতন স্কেল টাকা 9700-23490 (গ্রেড-15) - জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী] নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে (পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত দরখাস্ত আহবান করা যাচ্ছে।
এ বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে অনলাইন-এ দরখাস্ত করতে
হবে। সে লক্ষ্যে htt://dpe.teletalk.com.bd এবং www.dpe.gov.bd
ওয়েব সাইটে লগ-ইন করলে একটি লিংক পাওয়া যাবে। ঐ লিংকে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা
মোতাবেক অনলাইন-এ আবেদনপত্র পূরন করতে হবে। আবেদনপত্র পূরণ করার জন্য এই লিংক htt://dpe.teletalk.com.bd এবং www.dpe.gov.bd ক্লিক করুন এবং বিস্তারিত জানতে নিম্নে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুনঃ
পৃষ্ঠা-1 |
পৃষ্ঠা-2 |
পৃষ্ঠা-3 |
পৃষ্ঠা-4 |
[আমার আজকের পোস্টে আপনাদের স্বাগতম। পোস্টটি কেমন হলো তা কমেন্ট করে জানাবেন । সেই সাথে লাইক/ শেয়ার দিতে বুলবেন না। এতে, দুজনের মধ্যে সুসম্পর্ক ও চেনা-জানা আরো আন্তরিক হবে।কোন প্রকার সমস্যা হলে সমাধান দেওয়ার চেষ্টা করবো।এখানে আমি আমার জানা কিছু টিপস আর অভিজ্ঞতা গুলো আপনাদের সাথে শেয়ার করব।নিয়মিত এই ব্লগে যোগদিন এবং অন্যদের বলুন এই ব্লগে যোগ দিতে ।]
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।
ধন্যবাদান্তে
*****মোঃ আলমগীর কবির*****
No comments