কিভাবে Microsoft Word 2007, 2010 এবং 2013 এ যোগ +, বিয়োগ -, গুন x এবং ভাগ % করা যায়।
কিভাবে Microsoft Word 2007, 2010 এবং 2013 এ যোগ +, বিয়োগ -, গুন x এবং ভাগ % করা যায়।
হ্যালো বন্ধুরা, আমি “আলমগীর কবির” কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। যাইহোক, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Microsoft Word এ যোগ, বিয়োগ, গুন এবং ভাগ এর কাজ করা যায়।
ভূমিকা ঃ
Microsoft Word হলো একটি Word Processing Software। এর সাহায্যে
চিঠিপত্র টাইপ করা, প্রিন্ট দেওয়া, ছোট-খাট ডিজাইন করা, বই তৈরি করাসহ বিভিন্ন কাজ
করা হয়। অত্যন্ত সহজ এই প্রোগ্রামটি সারা বিশ্বে প্রচলিত আছে। এটির
ইন্টারফেস খুবই সহজ হওয়ার কারনে সামান্য কম্পিউটার জানা কোন ব্যক্তি তার প্রয়োজন
মাফিক কম্পিউটারে লেখা-লিখির কাজ সম্পাদন করতে পারেন।এছাড়াও, Microsoft Word এ যোগ,
বিয়োগ, গুন, ভাগ, বিভিন্ন বার চার্ট, ফ্লো-চার্ট তৈরী করা যায়।
যাইহোক, আজ আমি এখানে
আপনাদেরকে দেখাবো কিভাবে Microsoft Word এ যোগ, বিয়োগ, গুন এবং ভাগ এর কাজ করা
যায়। আপনারা সবাই জানেন যে, অফিস প্রোগ্রামের মধ্যে এক্সেল ও অ্যাকসেস ব্যবহার করে যোগ, বিয়োগ, গুণসহ
ইত্যাদি গাণিতিক কাজ করা যায়। কিন্তু, ওয়ার্ডের মাধ্যমেও যে যোগ,
বিয়োগ, গুণ ও ভাগ করা যায়, তা অনেকেই জানেন না। অনেক সময় ওয়ার্ডে লেখালেখির কাজের মধ্যে গাণিতিক হিসাব করতে হয়। কিছু
সূত্র প্রয়োগ করে খুব সহজেই গাণিতিক কাজগুলো টেবিল তৈরির মাধ্যমে করা যায়।
প্রথমে নতুন একটি Microsoft Word ফাইল খুলুন। আমি Microsoft Word এ
নিম্নে একটি টেবিল তৈরী করেছি, এটা মনোযোগ দিয়ে দেখুন।
মনে মনে এই সেল-কে A1 ধরতে হবে।
|
মনে মনে এই সেল-কে B1 ধরতে হবে।
|
পর্যায়ক্রমে
C1
|
D1
|
E1
এই ভাবে চলতেই থাকবে......
|
পর্যায়ক্রমে
A2
|
B2
|
C2
|
D2
|
E2
|
A3
|
B3
|
C3
|
D3
|
E3
|
A4
এই ভাবে চলতেই থাকবে......
|
B4
|
C4
|
D4
|
E4
|
চলুন এবার চেষ্টা করে দেখি হয় কিনা।
আমরা নিচের টেবিলে 20 সংখ্যার সঙ্গে 5 কে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করবো। তার জন্য প্রয়োজনীয়
কলাম ও সারি নিয়ে নিচের মতো একটি টেবিল তৈরি করুন।
20
|
5
|
25
|
যোগ
|
20
|
5
|
15
|
বিয়োগ
|
20
|
5
|
100
|
গুন
|
20
|
5
|
4
|
ভাগ
|
80
|
20
|
144
| |
মোট যোগ
|
মোট যোগ
|
মোট যোগ
|
প্রথম কলামে 20, দ্বিতীয় কলামে 5
লিখুন। তারপর তৃতীয় কলামে কারসর রেখে (অফিস-2007, 2010, 2013.... অনুযায়ী) Table
Tools > Layout মেনুতে ক্লিক করে, Data সাবমেনু থেকে Formula এ ক্লিক করলে......
নিচের চিত্রের মতো একটি Formula ডায়ালগ বক্স আসবে।
উইন্ডোজ 7, 10, 13..... ইত্যাদি আপডেট উইন্ডোতে এই অপসনটি
পাওয়া যাবে এবং কাজ করা যাবে।
[পোষ্টটি মেকন হলো তা কমেন্ট
করে অবশ্যই জানাবেন। সেই সাথে লাইক/ শেয়ার করতে ভূলবেন না।এই পোষ্টের ব্যাপারে কোন
জিজ্ঞাসা থাকলে জানাবেন। সমাধান দেওয়ার চেষ্টা করবো। এথানে আমি আমার জানা কিছু
টিপস আর অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করবো। নিয়মিত এই ব্লগে যোগদিন এবং
অন্যদের বলুন এই ব্লগে যোগ দিতে।]
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।
ধন্যবাদান্তে
*****মোঃ আলমগীর কবির*****
No comments